আর জি কর হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে, নার্সেসরা মিছিল করলেন।

IMG-20240829-WA0003.jpg

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় কলকাতা

আজ ২৮শে আগস্ট বুধবার, ঠিক বিকেল তিনটায়, ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের আহবানে, কলকাতার মেডিকেল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদী মিছিল করলেন।। কিভাবে অভয়াকে খুন করা হয়েছে, এবং খুনিদের আড়াল করা হচ্ছে, নারীদের সম্মান নিয়ে খেলা করছে, তারই প্রতিবাদে আজকের এই মিছিল,

অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এবং সবার সম্মুখে আনতে হবে। নারীদের নিরাপত্তা দিতে হবে। আমরা নারী হলেও আমাদের কাজের অধিকার আছে, কিন্তু ডিউটিরত যেভাবে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে, একজন ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমরা আজ আতঙ্কিত। তাই যতদিন না আমাদের সুরক্ষা দিতে পারছে, এবং যে সকল দোষী এই খুনের সাথে জড়িত আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো, আমাদের অধিকার আমরা আদায় করে নেবো,

সরকার ঘোষণা করেছেন নারীদের রাতে কম ডিউটি দেয়া হবে, কিন্তু আমরা তা মেনে নেব না, আমরা নারী হলেও কাজকে ভয় করি না, আমরা রোগীদের সেবা করি, রোগীদের পাশে থাকি, তাই সরকারের আইন আমরা মানবো না, আমরা রাতেও কাজ করতে চাই।

আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের, প্রতিটি হসপিটাল থেকে শুরু করে সরকারি ডিপার্টমেন্টে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।, জাতে আর কোন নারী অভয়ার মতো অকালে প্রাণ দিতে না হয়। এবং পুলিশ প্রশাসনকেও আমরা জানাতে চাই , আপনাদেরও বাড়িতে ছেলে-মেয়ে আছে। অভয়া আপনাদেরই হয় একটি মেয়ে নহে একটি বোন হতে পারত। তাই আপনারা ভাবুন দোষীদের আড়াল করবেন না,

যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে, অভয়ার আন্দোলন থামবে না, প্রতিটি হসপিটালে হসপিটালে চলবে এই আন্দোলন, আজ পরিবারেও নেমে এসেছে আতঙ্ক, এরকম একটি জঘন্য ঘটনা, সকল ছেলে-মেয়েদের কথা ভাবিয়ে তুলেছে পরিবারদের। তাই আজ আমরা হুঁশিয়ারি দিলাম , দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত এবং মহিলারা সুরক্ষা যদি না পায়, আন্দোলন আরো জোরদার হবে। আন্দোলন থেমে থাকবে না। সমস্ত হসপিটালের নার্সেরা একত্রিত হয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। প্রায় দেড়শ থেকে ২০ ০ নার্সরা মিছিল করে শ্যামবাজারে আজ মাথার মোড়ে শেষ করেন,

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় কলকাতা

Share this post

PinIt
scroll to top