সাবেক এমপি রশীদুজ্জামান এর বাড়ী থেকে ২৩০ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার 

IMG-20240829-WA0000.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

কয়রা -পাইকগাছা (খুলনা ৬) সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামিম।

২৮ আগস্ট মঙ্গলবার দুপুরে সংসদ সদস্যের পাইকগাছা উপজেলার আগড়ঘাটার নিজ বাড়ি থেকে ওই ত্রাণের চাল উদ্ধার করা হয়।
উক্ত ত্রাণ সামগ্রী উদ্ধারের সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামিম বলেন, আমরা সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণ পেয়েছি। তাতে ছিলো চাল, ডাল, তেল, চিনি, লবনসহ কয়েক প্রকার ত্রাণ সামগ্রী। সেগুলো উদ্ধার করে ত্রাণ শাখায় জমা রেখেছি। তবে এলাকাবাসী বলছে ঐ ত্রাণ সামগ্রী দেওয়ার সময় তিনি পাননি।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ ঃ ২৮/০৮/২৪ ইং।

Share this post

PinIt
scroll to top