মাগুরা জেলার সদর থানাধীন বেঙ্গা বাজার এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক ০২ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।*

IMG-20240824-WA0004.jpg

নিজস্ব প্রতিবেদন
গত ২০ জুন ২০২৪ইং রোজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১৪৪৫ ঘটিকায় গ্রাম্য দলাদলি এবং পূর্ব শত্রুতার কারণে আসামীরা প্রতিপক্ষদের খুন করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের মধ্যে মহড়া দিতে থাকে। উক্ত সময় ভিকটিম মোঃ জাহিদুল ইসলাম(৪৯) আসামীদের চিৎকার চেচামেচি শুনিয়া তাহার শোবার ঘর হতে বের হয়ে বাড়ির পূর্ব পাশ্বের বাশ ঝাড়ের পাশে এসে দাড়ানোর সাথে সাথে আসামীগন ভিকটিমকে দেখতে পেয়ে ভিকটিমকে হত্যা করার জন্য ধেয়ে আসে। আসামীগন তাহাদের হাতে থাকা চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি দিয়ে ভিকটিমকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে ভিকটিমের মাতা, স্ত্রী এবং ভিকটিমের বোন দৌড়ে গিয়ে আসামীদের হাতে পায়ে ধরে ও গ্রামের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীগন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের অবস্থা আশঙ্খাজনক দেখে বাদী ৯৯৯ এবং মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মোবাইল ফোনের মাধ্যমে জানালে হাসপাতাল হতে সরকারী এ্যাম্বুলেন্স এসে ভিকটিমকে নিয়ে যায় এবং উক্ত হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের অবস্থা আশঙ্খাজনক বেশি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ভিকটিমকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা করিয়া পথিমধ্যে মধুখালি অতিক্রম করার পর ভিকটিমের অবস্থা নিস্তেজ হইয়া পড়িলে এ্যাম্বুলেন্স এ থাকা ব্যক্তিগন ভিকটিমকে তাৎক্ষণিকভাবে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসে এবং উক্ত দিন সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষনা করে। উক্ত বিষয়ে ভিকটিম জাহিদুলের এর মাতা বাদী হয়ে ২১ জুন ২০২৪ তারিখে ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ০৮/১০ জনকে আসামি করে মাগুরা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ আগষ্ট ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৮:০০ ঘটিকার সময় র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাগুর জেলার মাগুরা সদর থানার উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত ০২নং ও ০৩নং পলাতক আসামী মাগুরা জেলার সদর থানাধীন বেঙ্গা বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে মাগুরা জেলার সদর থানাধীন বেঙ্গা বাজার এলাকা হতে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত ০২নং ও ০৩নং পলাতক আসামী- ১। মোঃ সাজ্জাদ হোসেন (৩৮), পিতা- হাছেদ আলী, ২। মতিয়ার রহমান(৩৫), পিতা- মোঃ আজম মোল্যা, উভয় সাং- বেঙ্গা বেরইল, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরাদ্বয়কে গ্রেফতার করে।
৪। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

Share this post

PinIt
scroll to top