ঘুষ গ্রহণ ও মশক নিধন তেল আত্মসাতের অভিযোগে কেসিসি কর্মকর্তা এ্যানি বরখাস্ত

sk-khl-21082024-11.jpg

নিজস্ব প্রতিবেদক

২২ অগাস্ট ২০২৪

চাকুরি দেবার প্রতিশ্র“তি দিয়ে ঘুষ গ্রহণ ও মশক নিধন তেল আত্মসাতের অভিযোগে কেসিসি’র সহকারী কঞ্জারভেন্সি কর্মকর্তা নূরুন্নাহার এ্যানিকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম স্বাক্ষরিত স্মারকে (যার নং-৪৬.১৩.০০০০.০০৯. ২৭০০ ৯-২৪-৯৭৩) তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত নূরুন্নাহার এ্যানি বাগেরহাটের মোংলার টিএ ফারুক মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা শেখ নুরুল ইসলামের মেয়ে।
স্মারকে বলা হয়েছে, রেশমা খাতুন গং কর্তৃক গত ৭ আগস্ট অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, তারা খুলনা সিটি কর্পোরেশনে আউট সোর্সিংয়ে বিভিন্ন কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত। সহকারী কঞ্জারভেন্সি কর্মকর্তা নূরুন্নাহার এ্যানি বিভিন্ন সময়ে তাদের অনেকের কাছ থেকে মাস্টাররোলে চাকুরি দেয়ার কথা বলে লক্ষাধিক টাকা ঘুষ নিয়ে আউট সোর্সিং এ চাকুরি দিয়েছেন। আউট সোর্সিং এ চাকুরি দিলেও তাদের ৩০ দিনের কাজ করিয়ে ১৫/২০ দিনের হাজিরা দেন। যার কারণে তারা যে পারিশ্রমিক পান তা দিয়ে তাদের সংসার নির্বাহ করা সম্ভব হয় না। এছাড়া আপনি সাবেক মেয়রকে বলে তাদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলেও পরবর্তীতে এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। তারা সহকারী কঞ্জারভেন্সি কর্মকর্তা নূরুন্নাহার এ্যানিকে বেতন বৃদ্ধির বিষয়ে একাধিকবার তাগিদ প্রদান করলে তিনি রাগান্বিত হয়ে চাকুরি থেকে অব্যাহতি প্রদানের হুমকি দেন। এছাড়া তাদের পারিশ্রমিক নিয়েও টালবাহানা করেন। বিধায় তারা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

এছাড়া গত ২০ আগস্ট বিকেল ৪টায় প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কেসিসি’র অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়ক প্রতিনিধিরা ভীষণ ভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সহকারী কঞ্জারভেন্সি কর্মকর্তা নূরুন্নাহার এ্যানিকে চাকুরি হতে বরখাস্ত করার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন। তাছাড়া সহকারী কঞ্জারভেন্সি কর্মকর্তা নূরুন্নাহার এ্যানি মশক নিধনের যন্ত্রপাতি, তেল, মালামাল রুমে তালাবদ্ধ রেখে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার ফলে কঞ্জারভেন্সি শাখার কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে বাধ্য হয়ে আপনার দায়িত্বপ্রাপ্ত স্থানের রুমের তালা ভেঙে কঞ্জারভেন্সি মালামাল বের করে কঞ্জারভেন্সি শাখার কার্যক্রম চালানো হয়। এছাড়া আপনার বিরুদ্ধে নানাবিধ অভিযোগের কারণে খুলনা সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে।

এসব অভিযোগের কারণে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহকারী কঞ্জারভেন্সি কর্মকর্তা নূরুন্নাহার এ্যানিকে চাকুরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। খুলনা সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা ১৯৯৩ এর ৩৮ (ক) (খ) ও (গ) ধারায় বর্ণিত দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, পলায়নের কারণে গুরুদণ্ডে দন্ডিত হওয়ার সম্ভাবনা থাকায় উক্ত বিধিমালার ৪৪(১) ধারামতে কঞ্জারভেন্সি শাখার সহকারী কঞ্জারভেন্সি অফিসার নূরুন্নাহার এ্যানিকে গতকাল বুধবার থেকে তার চাকুরি থেকে অর্থাৎ সহকারী কঞ্জারভেন্সি অফিসার পদ থেকে নির্দেশক্রমে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top