পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় লস্কর ও সোলাদানা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর অপসারণ ও তার ভাইদের বিরুদ্ধে হিন্দুদের জমি দখল ও নির্যাতনের অভিযোগ এনে সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায় মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। খগেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিশোর মন্ডল, অশেষ মন্ডল, যজ্ঞেশ্বর কার্তিক রমেশ, চৈত্যন্ন, প্রশান্ত, রিক্তা রানী মন্ডল, পূর্ণিমা, শৈলেন, খগেন, প্রসেনজিৎ, কার্তিক, হরিচাঁদ, রঞ্জন, দিনবন্ধু, কৃষ্ণ মন্ডল, বিজয়, সুফল, রথীন, সুকুমার, নির্মল, রিয়া, দেবতী, কিরোণ মন্ডল, শেফালী, ঈশিতা বাছাড় ও সুচিত্র।
অপরদিকে লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের অপসারণের দাবীতে সকালে ইউনিয়নের আলমতলা মাদ্রাসা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হুসাইন জমাদ্দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, লস্কর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, হযরত জমাদ্দার, মাজেদ মোড়ল, আজিজুল সানা, ইলিয়াস সানা, কামরুল সানা, হবি মোল্যা, মামুন জোয়াদ্দার, হুসাইন সানা, মামুন সানা ও নেপুর জোয়াদ্দার।