পাইকগাছায় জোয়ারের পানিতে ৩টি গ্রাম প্লাবিত

received_493182106777891.jpeg

পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২ টায় দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের পূর্বের আম্ফানের ভাঙ্গনের দক্ষিণের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ভাঙ্গনে কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। এর ফলে সদ্য রোপণকৃতধান ও বীজ তলাসহ বাড়িঘর তলিয়ে গিয়েছে। সন্ধ্যা নাগাদ পুরো ২২ নং পোল্ডার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার জানিয়েছেন, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this post

PinIt
scroll to top