আজ ১৯শে আগস্ট সোমবার, তারা দেশে চলছে রাখী বন্ধন উৎসব, ঠিক একইভাবে দেশ বাঁচাও গণমঞ্চের উদ্যোগে এবং দোলা সেনের পরিচালনায় ধর্মতলা ডড়িনা ক্রসিং এ পালিত হলো সকাল থেকে সারাদিন, রাখী বন্ধন উৎসব ও সংস্কৃতিক অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাননীয়া দোলা সেন, শিল্পী সৈকত মিত্র, অভিনেত্রী সোমা চক্রবর্তী, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, আইনজীবী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণমঞ্চের সদস্যবৃন্দ।
রাখী বন্ধন বাংলার ঐক্য , সংহতি ও সম্প্রীতি বজায় রাখে। ভাই বোনেদের মধ্যে মেলবন্ধন ঘটায়, তাই আজ গণমঞ্চের উদ্যোগে, পথ চলতি মানুষের হাতে রাখী পরিয়ে দিলেন ও মিষ্টিমুখ করালেন।
শুধু তাই নয়, আজকের এই রাখী বন্ধন উৎসবে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও, নাচ গান ও আবৃত্তি নাটকের মধ্য দিয়ে রাখী বন্ধন উৎসবকে আলোকিত করে তোলেন,
সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্ণধারেরা বলেন, এই বন্ধন যেন ভাই-বোনদের মধ্যে অটুট থাকে, শান্তি রক্ষা করে, কোন দ্বন্দ্ব নয় শান্তি চাই।
শান্তি আমাদের চলার পথ, শান্তি ফিরিয়ে আনতে পারে সবার মনে খুশি ও হাসি,
মঞ্চে ছোট ছোট খুদে শিল্পীরা তাদের নৃত্য, গান ও নাটক যেভাবে তুলে ধরলেন ও দর্শকদের মুগ্ধ করলেন, আমরা কৃতজ্ঞ।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা