চাকুরীর নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণে ইস্টার্ন জুট মিলের প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও

Messenger_creation_1148324299588937.jpeg

নিজস্ব প্রতিবেদক
দেশের তথ্য
চাকুরীতে নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করেছে বিজেএমসি’র আওতাধীন খানজাহান আলী থানার আটরা শিল্প এলাকায় অবস্থিত ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মিলের কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি শেখ শামীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঘেরাও কর্মসূচিতে বক্তৃতা করেন অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক সরদার শাহীন গনিসহ শ্রমিক নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচির পালন শেষে প্রকল্প প্রধানের কাছে মিলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

Share this post

PinIt
scroll to top