পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আত্মবলিদান দিবস পালিত হলো।

-1.jpg

কলকাতা প্রতিনিধিঃ শম্পা দাস ও সমরেশ রায়

আজ ৯ই আগস্ট, এই দিনটিতে লাখো লাখো মানুষের যোগদানে ভারতছাড়ো আন্দোলন গণআন্দোলনে পরিণত হয়। ব্রিটিশ পুলিশ নিসংসভাবে দমন পিরন চালান আন্দোলনকারীদের উপর, এতে অনেকে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করতে হয় মাতঙ্গিনী হাজরা সহ বিনয় বাদল দীনেশ কে। দেশের জন্য প্রাণ দিয়েছেন এই বীর যোদ্ধারা।

১৯৪২ সালে ৮ই আগস্ট গান্ধীজি মুম্বাইয়ে গভীর রাতে ভারতছাড়ো আন্দোলনের ডাক দেন, ৯ই আগস্ট ১৯৪২ সালকে সমগ্র ভারতবাসী আত্মৎসর্গ দিবস বা আত্মবলিদান দিবস হিসেবে পালন করে আসছে।।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাই আজকের দিনটিকে আত্ম বলিদান দিবস হিসেবে পালিত করেন, এবং রাইটার্স বিল্ডিং এর সামনে শহীদ বিনয় বাদল দিনেশের মূর্তিতে এবং কলকাতা ময়দানে অবস্থিত বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্য দান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জানান মাননীয়া মন্ত্রী শশী পাঁজা মহাশয়া।

যারা দেশের জন্য, দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছেন , যুদ্ধে মৃত্যুবরণ করেছেন, সেই সকল বীর যোদ্ধাদের মনে রাখা উচিত, ‌ আমরা তাই এই দিনটিকে ভুলিনা, বীর যোদ্ধাদের স্মরণ করে আসছি, তারা সবার মাঝে অমর হয়ে আছেন ও থাকবেন চিরকাল।

Share this post

PinIt
scroll to top