রাস্তা সারাই এর দাবিতে পথে নামল গ্রামবাসীরা

-1.jpg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস

৫ই আগস্ট সোমবার, রাস্তা ঘিরে পথ অবরোধে সামিল হয় গ্রামবাসীরা, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত মানুয়া গ্রামে পুলিশটা থেকে রায়চক পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, গ্রামবাসীদের অভিযোগ। দীর্ঘ বেশ কয়েক বছর রাস্তায় কোন রকম সংস্কারের কাজ হয়নি। ফলে7 কিলোমিটার রাস্তা জুড়ে বেহাল দশা। স্কুলের ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামবাসীরা হাজার বিপদের মধ্যেও এই রাস্তা দিয়ে চলা করে। রাস্তাটাই খানাখন্দে ভর্তি হয়ে রয়েছে, এবং এর ফলে একাধিক দুর্ঘটনা ঘটছে।,

গ্রামবাসীদের অভিযোগ গত বছর রাস্তা খারাপের জন্য একটি শিশুর মৃত্যু হয়েছে, গ্রামবাসীদের অভিযোগ এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানিও কোন ফল মেলেনি। আর যার কারণে বাধ্য হই, আমরা আজকের এই পথ অবরোধ করতে সকাল ন’টা থেকে, এবং কয়েক ঘণ্টা ধরে চলে এই অবরোধ।

গ্রামবাসীদের অভিযোগ যদি অবিলম্বে রাস্তা ছাড়াই না করে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে, এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম রাস্তায়, স্কুলের ছাত্র-ছাত্রীরাও এই অবরোধে সামিল হয়।

Share this post

PinIt
scroll to top