ভিন রাজ্যের আলু রপ্তানি নিয়ে তৎপরতা প্রশাসনের, রাতভর চলল তল্লাশি।

.jpg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস

৪ঠা আগস্ট রবিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পশ্চিম মেদনীপুরের বেলদা এলাকায়, প্রশাসনের উদ্যোগে চললো রাতভর তল্লাশি।

ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে করাকরি হলো প্রশাসন, শনিবার রাত থেকে খড়্গপুর ,বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের উপর সকল গাড়ি গুলিকে আটকে তল্লাশি চালালো পুলিশ প্রশাসন। এদিন ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা ,শ্যামপুরার কাছে মাল বোঝাই ছোট বড় সকল লরি গুলিকে আটকে তল্লাশি চালায় বেলদা থানার পুলিশ।

তল্লাশি চালানোর পাশাপাশি বেশ কয়েকটি আলু বোঝাই গাড়িকে আটকে নির্দিষ্ট অনুমতি না থাকায়, ফের গোডাউনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর ভিন রাজ্যে আলু রপ্তানির নির্দেশ না থাকার জন্যই এই তল্লাশি। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে , প্রশাসনের এই উদ্যোগ দেখে এলাকাবাসী আনন্দিত। তারা আশা করেন এবার হয়তো কিছুটা আলুর দাম কমতে পারে।

 

Share this post

PinIt
scroll to top