দিঘলিয়া প্রতিনিধিঃ শেখ শামীমুল ইসলাম
‘ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ। ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট অনুষ্ঠিত এ মৎস্য সপ্তাহের প্রথম দিনে দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, সেলিম মল্লিক। আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার ফাহিমা নাসরীন, মেরিন ফিশারীজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, শেখ রবিউল ইসলাম রাজীব, ওয়াহিদ মুরাদ, শেখ শামীমুল ইসলাম, এস এম শামীম, এস এম মেহেদী হাসানসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি ও মৎস্যজীবিগণ এ সময় উপস্থিত ছিলেন।