কলকাতা সহ সারা দেশে পালিত হচ্ছে ,যাকজমক ভাবে মহরম উৎসব।

20240717_214653-scaled.jpg

কলকাতা প্রতিনিধিঃ শম্পা দাস ও সমরেশ রায়

আজ ১৭ই জুলাই বুধবার, কলকাতা সহ সারা দেশে সকাল থেকেই চলছে মহরম উৎসবের তোরজোড়, মসজিদে মসজিদে চলছে নামাজ পাঠ, আজকের অনুষ্ঠান ঘিরে কলকাতার বেশ কয়েকটি রাস্তা নো এন্ট্রি করে দেয়া হয়, যান বাহান অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনকি প্রতিটি এলাকায় প্রশাসনের লোকজন মোতায়েন করা হয়েছে, যাতে কোনরকম বিশৃঙ্খলার সৃষ্টি কোথাও না ঘটে।

সরকারের তরফ থেকে মহরমের তাজিয়া নিয়ে শোভাযাত্রা, বেরোনোর রাস্তা গুলিরও টাইম নির্ধারিত করে দিয়েছে, তাহার মধ্যে কয়েক রাস্তা হলো, প্রিন্স গোলাম শাহ রোড দুপুর ১টা।

ধর্মতলা সংলগ্ন এলাকা, দুপুর দুটো, কড়েয়া রোড দুপুর দুটো। ওয়াটগঞ্জ সাহেবপুকুর রাত দশটা, বেলগাছিয়া মেট্রো সংলগ্ন সন্ধ্যা ছটা। বেলেঘাটা আলোছায়া সংলগ্ন দুপুর আড়াইটা, হেস্টিংস মাজার বিকেল পাঁচটা, কাসিয়াবাগান কোয়ষ্ট মল সংলগ্ন রাত আটটা। এছাড়াও অন্যান্য এলাকা গুলি এই ভাবেই সময় ভাগ করে দিয়েছেন।

কিন্তু সময় নির্ধারণ করলেও, কোন তাজিয়া নিয়ে বেরোতে পারেননি, হঠাৎ করে প্রবল বৃষ্টি নামায়, এই বৃষ্টির ফলে অনেকটাই উদ্যোক্তারা প্লান হয়ে পড়ে, বৃষ্টি চটে সারা এলাকা জলময় হয়ে যায়।, প্রশাসনের অফিসেররা বিভিন্ন এলাকা ব্যারিকেড করে দিল ওই মুহূর্তে রাস্তাঘাট ফাঁকা ছিল। এবং বিভিন্ন স্থান প্রশাসনের অফিসারেরা বারবার নজরদারি করছেন।

আজ যদিও মুসলিম সম্প্রদায়ের মানুষদের এই অনুষ্ঠানটি দুঃখের দিন, কিন্তু ভালোভাবে অনুষ্ঠানটি না করতে পারায় ভারাক্রান্ত। প্রত্যেকটি মোড়ে মোড়ে বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। শুধু তাই নয় কোথাও কোথাও আবার ইফতার পার্টির আয়োজন করেছেন, তবে অন্য বৎসরে তুলনায় সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রায় বৃষ্টির জন্য রাস্তা খালি, তবে রাতের দিকে ভিড় জমতে পারে। কয়েকজন জানালেন বৃষ্টির জন্য এবারে আমাদের তাজিয়া বের করতে দেরি হবে। এর সাথে সাথে রাস্তার দু’ধারে চলছে মেলা, বিক্রেতারা পশরা নিয়ে রাস্তার ধুপ ধারে সারিবদ্ধ ভাবে বসেছেন।

সারা এলাকায় ছোট বড় সুন্দর সুন্দর তাজিয়া সাজিয়ে রেখেছেন এবং বহু মানুষ এই তাজিয়া দেখতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন।

Share this post

PinIt
scroll to top