খুলনা জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় ‘রেমালে’ ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

21.jpg

দেশের তথ্য ডেস্কঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার কয়রা উপজেলার উত্তর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘূর্ণিঝড় ‘রেমালে’ ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী, তারপলিন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ চত্বরে  ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ। সূচনা বক্তৃতা করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোস্তাকিম বিল্লাহ মুহিত।

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী,তারপলিন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
খুলনা জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা ত্রাণ বিতরণকালে সহযোগিতা করেন।

Share this post

PinIt
scroll to top