কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৮০০ গ্রাম গাঁজা এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৭ (সাত) জন মাদক কারবারি গ্রেফতার

CRIME-DESHER-THATHYA-1.jpg

দেশের তথ্য ডেস্কঃ 

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি

১) আনন্দ খন্দকার(২০), পিতা-মৃত: আশরাফুল খন্দকার, সাং-কোর্টপাড়া, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা, এ/পি সাং-রোকন উদ্দিন সড়ক মিস্ত্রিপাড়া, থানা-খুলনা;

২) মোঃ জামাল শেখ(৩৮), পিতা-মৃত: আওলাদ শেখ, সাং-মোল্লারহাট বড় বাড়িয়া, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বানরগাতি, থানা-সোনাডাঙ্গা মডেল;

৩) মোঃ সুজন পটল(৩২), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-দাতিনাখালী মুন্সিগঞ্জ, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-আটরা, থানা-খানজাহান আলী;

৪) মোঃ বরকত আলী সাফায়েত(২৪), পিতা-মোঃ গিয়াসউদ্দিন, সাং-বুধইরপাড়া ভাবনহাটি, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, এ/পি সাং-বারান্দি মোল্যাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর;

৫) আল আমিন বুলু(৩৭), পিতা-মৃত: তোতা মিয়া, সাং-শেখপাড়া বিদ্যুৎ স্টাফ কোয়ার্টার, থানা-সোনাডাঙ্গা মডেল;

৬) শাহজাহান মৃধা(৩৮), পিতা-কামাল উদ্দিন মৃধা, সাং-মঙ্গলহাট, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-চাঁনমারি, থানা-খুলনা সদর এবং

৭) মোঃ শফিকুল ইসলাম সুজন(৩২), পিতা-আলী আকবর খোকন, সাং-হাউজিং এস্টেট, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮০০ গ্রাম গাঁজা এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top