দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ শেখ শামীমুল ইসলাম
খুলনা জেলার দিঘলিয়া থানায় গত ২৯/০৬/২০২৪ ইং তারিখে স্বর্ণালী বিশ্বাস (২৫)পিতা-প্রদীপ মল্লিক , সাং-পশ্চিম আমবাড়িয়া থানা দিঘলিয়া জেলা খুলনা দিঘলিয়া থানায় হাজির হইয়া তার মোবাইল হারিয়ে গিয়েছে মর্মে একটি সাধারন ডায়েরি করেন যার জিডি নং ১৩২১ উক্ত মোবাইলে জিডিটির তদন্তকারী অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা হইতে উদ্ধারপূর্বক অদ্য ইংরেজি তারিখ ১৪ ই জুলাই দুপুরে এ এস আই শহিদুল ইসলাম (নিরস্ত্র) ও অফিসার ইনচার্জ দিঘলিয়া থানা মোঃ বাবুল আক্তার নিজেই গ্রাহকের নিকট হস্তান্তর করা হয়।