খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড।

CRIME-DESHER-THATHYA.jpg

দেশের তথ্য ডেস্কঃ

সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার গোবরদাড়ী গ্রামের মোঃ ইমান আলীর ছেলে মোঃ সিদ্দিক আলী ১৬০ বোতল ফেনসিডিল প্রাইভেট কারের নিচে বিশেষ কৌশলে তৈরি বাক্সে সংরক্ষিত অবস্থায় একটি প্রাইভেট কার সহ আটক হন।

উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) ও ৩(খ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারার দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায় আরো এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪র্থ আদালতের বিচারক নীলা কর্মকার।

অত্র মামলার অপর আসামি মোঃ মশিউর রহমান, মোহাম্মদ ফারুক,  কামরুল ইসলাম, মোহাম্মদ মনা এর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
সরকার পক্ষের আইনজীবী ও এপিপি এ্যাড. শিউলি আক্তার লিপি বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

PinIt
scroll to top