ট্রেনে পাথর নিক্ষেপকারীকে সনাক্ত ও আইনী ব্যবস্থা গ্রহণ

.jpg

দেশের তথ্য ডেস্কঃ

খুলনা রেলওয়ে জেলাধীন মন্ডলগাতী (প্রশাসনিক জেলা যশোর) এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনে পাথর নিক্ষেপকারী কে সনাক্ত ও আইনী ব্যবস্থা গ্রহণ

গত ১২-০৭-২০২৪ তারিখ বিকাল অনুমান ১৬.৩৫ ঘটিকার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেন খুলনা রেলওয়ে জেলাধীন মন্ডলগাতী (প্রশাসনিক জেলা যশোর) এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কে বা কাহারা পাথর মেরে ট্রেনের বাহিরে এবং ভিতরে ক্ষতিগ্রস্থ করে। উক্ত বিষয়ের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান সার্বিক দিক নির্দেশনায় জনাব মোঃ মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ, খুলনা রেলওয়ে থানা এর নেতৃত্বে খুলনা রেলওয়ে থানা, ডিবি এবং যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ এক সাঁড়াশি অভিযান পরিচালনা করতঃ ট্রেনে পাথর নিক্ষেপকারীদের সনাক্ত করা হয়। পরবর্তীতে তিনজন পাক্ষর নিক্ষেপকারী ১। মোঃ নুর হোসেন (১৯), পিতা-মোঃ আঃ রাজ্জাক, মাতা-হালিমা, সাং-মন্ডল গাতী আদর্শপাড়া, ২। মোঃ শিহাব হোসেন (১৫), পিতা-মোঃ বাবলু গাজী, মাতা-ঝর্ণা বেগম, সাং-কৃষ্ণ বাটি, ৩। শিশু মোঃ তুফান ওরফে পারভেজ (১৩), পিতা-মোঃ শরিফুল ইসলাম, সাং-মন্ডল গাতী আদর্শপাড়া, সর্ব থানা-কোতয়ালী, জেলা-যশোরদেরকে ধৃত করা হয় এবং নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা করা হয়। ঘটনার সাথে জড়িত আরও কয়েকজন ব্যক্তির তথ্য পাওয়া গিয়েছে। তাদেরকেও গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

Share this post

PinIt
scroll to top