চিতলমারীর বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের চারা রোপন

1-3.jpg

চিতলমারী প্রতিনিধিঃ প্রদীপ মণ্ডল

বাগেরহাটের চিতলমারীর একমাত্র বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধার উদ্যোগে শিউলি, জবা, রাধাচুরা, চেরি, পলাশ, গন্ধরাজ, কৃষ্ণচুরাসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফুলের চারা রোপন করা হয়েছে।

একই সাথে বধ্যভূমির সৌন্দর্য বর্ধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ নানা ধরণের বাহারি গাছের চারাও রোপন করা হয়। শনিবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এ ফুলের চারা রোপন কাজের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসমত হোসেন।

এ সময় সাবেক উপজেলা ডেপুটি কমাণ্ডার মোঃ আবু তালেব শেখের নেতৃত্বে ২০-২৫ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। ফুলের চারা রোপন ও সংগ্রহ কাজে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেণ বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যাংকার মাধব ব্রহ্ম ও কবি অসীম বিশ্বাস মিলনসহ অন্যরা।

Share this post

PinIt
scroll to top