প্রবল বৃষ্টিও দমাতে পারেনি বাকৃবি শিক্ষার্থীদের

image_103704_1720788356.webp

দেশের তথ্য ডেস্কঃ

সারা দেশে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে বিপুল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কে আর মার্কেট হয়ে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাসের আব্দুল জব্বার মোড়। বৃষ্টি এলে তার মধ্যেই তারা আন্দোলন চালিয়ে যান। এ সময় তারা আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। যদি এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না দেওয়া হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সংহতি প্রকাশ করেছেন এবং কোটা আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

 

Share this post

PinIt
scroll to top