গোডাউন ও কারখানায় আগুন ।

WhatsApp-Image-2024-07-12-at-3.24.30-PM.jpeg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস

আজ ১২ ই জুলাই শুক্রবার, ভোর তিনটে নাগাদ, দমদম যশোর রোড ও নাগেরবাজার এলাকায় গেঞ্জি কারখানা ও আইসক্রিম কারখানা সহ গোডাউনে আগুন লাগে। সাথে দমকল ও এলাকার পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। সাথে সাথে দমকল আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন,

কিন্তু দমকলের আধিকারিকরা পৌঁছানোর আগেই, নিমেশের মধ্যে একটা কারখানা থেকে আরেকটা কারখানায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ দমকল আধিকারিকরা পৌঁছেই আগুন নেভানোর কাজে হাত লাগায়। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নেভানোর জন্য, ঘটনাস্থলে এক এক করে ৩০ টি ইঞ্জিন এসে উপস্থিত হয়

একদম কাক ভোরে দমদমে অগ্নিকাণ্ডের ঘটনা, কি করে ঘটলো, এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাছে স্পষ্ট নয়। পরবর্তী ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে খতিয়ে দেখবেন, তবে আগুনের তীব্রতা ছিল ভয়াবহ, হিমসিম খেতে থাকেন দমকল আধিকারিক থেকে পুলিশ কর্তারা। আপ্রাণ চেস্টা চালিয়ে যাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব আগুন নেভানো।

এর পাশাপাশি খতিয়ে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল আধিকারিকরা।, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তদন্তের পর বোঝা যাবে সবকিছু। এই কয়েকদিনে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে চলেছে।

Share this post

PinIt
scroll to top