কলকাতা সহ রাজ্যজুড়ে অমানবিক হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন ও সমাবেশ

WhatsApp-Image-2024-07-11-at-9.14.26-PM.jpeg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস 

আজ ১১ ই জুলাই বৃহস্পতিবার, ঠিক দুপুর দুটোই, হকার যৌথ মঞ্চের ডাকে, কলকাতা ও রাজ্যজুড়ে অমানবিক এবং নির্মমভাবে এমনকি বুলডোজার দিয়েও হকার উচ্ছেদের বিরুদ্ধে,। কলকাতা কর্পোরেশনের সামনে রাজ্য হকার সমাবেশ ও কর্পোরেশন অভিযান এবং মেয়র তথা পৌর মন্ত্রীর কাছে ডেপুটেশন। বেশ কয়েকটি দাবী নিয়ে এই সমাবেশ করেন।

উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের, তপন মুখার্জী, লীনা চ্যাটার্জী ,অশোক সেনগুপ্ত, সুপর্ণা নস্কর, অসিত সাহা, গণেশ সহ অন্যান্য নেতৃবৃন্দ, এই সমাবেশে সাতটি ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন যুক্ত হন। কয়েকশো হকার এই মিছিলে সামিল হন। মিছিল শুরু হয় ধর্মতলা লেলিন মূর্তির সামনে থেকে এবং সেখান থেকে মিছিল করে কর্পোরেশনের সামনে সমাবেশে শেষ করেন। এই সমাবেশে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য ও দাবী রাখেন।

দাবিগুলি হল, কেন্দ্রীয় হকার আইন অনুযায়ী উপযুক্ত পুনর্বাসন এবং ন্যূনতম একমাসের আগাম বিজ্ঞপ্তি ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না, এ বিষয়ে প্রশাসনকে কেন্দ্রীয় আইন মেনে চলতে হবে।।

  • হকারদের উপর পুলিশের জুলুম বন্ধ করতে হবে।
  • বহিরাগত ও বাঙালাভাসী এই আওয়াজ তুলে, হোকাদ্দের মধ্যে বিভেদের রাজনীতি বন্ধ করতে হবে।।
  • কেন্দ্রীয় হকার আইন ২০১৪, রাজ্যে চালু করতে হবে
  • রাজ্যের সব হকার কে লাইসেন্স ও সচিত্র পরিচয় পত্র দিতে হবে।

অবিলম্বে ভেন্ডিং কমিটির দ্বারা সার্ভের মাধ্যমে হকারদের তালিকা করে তা প্রকাশ করতে হবে, পুলিশকে এ বিষয়ে দায়িত্ব পালন করতে হবে।

বৃষ্টির সময় হকারদের অস্থায়ী ছাউনি ব্যবহার করতে দিতে হবে।

এই দাবিগুলোর উপর ভিত্তি করে তারা আজ ডেপুটেশন দিলেন পৌরসভার মন্ত্রীর কাছে।।

Share this post

PinIt
scroll to top