পাইকগাছায় চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবিতে মতবিনিময় সভা

449730784_3821452771467015_4358330812075771377_n.jpg

পাইকগাছা প্রতিনিধিঃ শাহরিয়ার কবির

পাইকগাছায় চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কপোতাক্ষ মার্কেট চত্বরে ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।

সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফজলুলর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা শেখ কামরুল হাসান টিপু ‌। প্রধান বক্তা ছিলেন চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, এ্যাড মোর্তজা জামান আলমগীর রুলু, সাজ্জাদ সরদার, মনোহর চন্দ্র সানা, রেজাউল ইসলাম। বক্তব্য রাখেন সুনীল মন্ডল, ইলিয়াস হোসেন, কার্তিক দেবনাথ, সাইদুর রহমান পল্টু, বজলুর রহমান, ছায়েদ আলী কালায়, সঞ্জীব রায়, শওকত আলী মোড়ল, হেমেশ চন্দ্র মন্ডল, দেবব্রত দাশ দেবু, বিশ্বজিৎ সরকার,বাবুরাম মন্ডল , জামিলুর রহমান রানা, ফারুক হোসেন ও শেখ আবুল আজিজ।

সভায় বক্তারা বলেন লবণ পানির চিংড়ি ও মৎস্য সম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে লবণ পানির চিংড়ি বন্ধে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র করলে এলাকার মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

Share this post

PinIt
scroll to top