অস্বাভাবিক সবজির দাম বাড়ায়, সবজি মার্কেটে অভিযান চালালো, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

WhatsApp-Image-2024-07-10-at-1.28.01-PM.jpeg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস

আজ ১০ই জুলাই বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত, বেলদা মার্কেট ,কেশিয়াড়ি মোড় বাজার, বাখরাবাদ বাজার সহ বেশ কয়েকটি সবজির দোকানে অভিযান চালালো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

বুধবার সকাল থেকেই শুরু হয় এই অভিযান, বিভিন্ন সবজি ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয়, বিভিন্ন সবজির কি কি দাম। এবং যে হারে সবজির দাম বেড়ে চলেছে সাধারণ মানুষ নাজেহাল, পয়সা দিলেও মনোমতো সবজি পাওয়া যাচ্ছে না,

এদিকে ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ, দাম কমানোর জন্য কি করা উচিত ,খোঁজখবর জানায় দপ্তরের আধিকারিকরা ।‌ এবং কি কি কারণে সবজির দাম এত বৃদ্ধি পাচ্ছে সে নিয়েও তাহারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। কোন বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না ।

 

Share this post

PinIt
scroll to top