কোটা সংস্কারের দাবিতে পাবিপ্রবিতে মশাল মিছিল

1720453145-cbddda7faeb966f30cd8f91359e089cf.webp

দেশের তথ্য ডেস্কঃ

কোটা সংস্কারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিল শেষে প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? কোটা কোটা’, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’ সহ কোটা বিরোধী নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘সরকারি সকল গ্রেডের চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটাপদ্ধতিকে সংশোধন করতে হবে।’

তারা আরো বলেন, ‘এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবো না।’

এসময় তারা আগামীকাল সকাল সাড়ে ১১ টায় পদযাত্রা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।

এরপর রাত ৮ টায় ক্যাম্পাস ছাড়েন শিক্ষার্থীরা।

Share this post

PinIt
scroll to top