দেশের তথ্য ডেস্কঃ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও ছাত্র সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। অবরোধ চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এতে সড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়।
এসময় শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো- ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এদিকে দুই ঘণ্টার অবরোধে তীব্র যানজটে পড়তে হয় জনসাধারণকে। পথচারীদের পায়ে হেঁটে রাস্তা পার হতে দেখা যায়। নসির মিয়া, যাবেন বাইপাইলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবরোধের মুখে আটকে গেছেন তিনি।
নসির মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘ঘণ্টাখানেক ধরে আটকে আছি। গরমের কারণে ভোগান্তিটা আরো বেশি হচ্ছে। যেহেতু এখানে বসে থেকে লাভ নাই, তাই হাঁটছি। দেখি হেঁটে কতদূর যাওয়া যায়।’
ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন,‘আমাদের আন্দোলন চলছে, চলবে।
যতক্ষণ না কোটা বিলুপ্ত হচ্ছে। আমাদের কোন নেতা নেই, আমরা সবাই নেতা। দুই, একজনকে গ্রেপ্তার করলেও আন্দোলন থেমে যাবে না। আমরা আন্দোলন চালিয়ে যাব।’
এসময় তিনি ঘোষণা দেন, আগামীকাল এক দাবিতে তারা বিকাল ৩ টা থেকে অবরোধ কর্মসূচি পালন করবেন। তাদের এক দফা দাবি হলো- সরকারি চাকরির সকল গ্রেড থেকে কোটা প্রত্যাহার করতে হবে।