দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করায় পুলিশ সদস্যকে মারধর, আটক ৪

1720443993-cbddda7faeb966f30cd8f91359e089cf.webp

দেশের তথ্য ডেস্কঃ

জামালপুরের সরিষাবাড়ীতে আবাসিক এলাকায় দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করায় এক পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন শ্রমিককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঝুটন কুমার বর্মন।

আজ সোমবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শ্রমিকরা হলেন- উপজেলার পিংনা এলাকার জুলহাস মিয়ার ছেলে আব্দুল হালিম (৩০) পোগলদিঘা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাজু মিয়া (২১), টাংগাইলের ভুয়াপুর উপজেলার জগৎপুর এলাকার মৃত সামছুল খানের ছেলে আসলাম খান (২৫) ও গোপালপুর উপজেলার ললিনবাহার এলাকায় আব্দুল কুদ্দুসের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় বাস স্টেশন আবাসিক এলাকায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন একজন শ্রমিক। এ সময় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য পল্লব হোসেন তাকে প্রস্রাব করতে নিষেধ করে।

এরপর কয়েকজন শ্রমিক সংঘবদ্ধ হয়ে ওই পুলিশ সদস্যকে বাসা থেকে ডেকে এনে এলোপাতাড়ি মারধর করতে থাকে।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারধরের সঙ্গে জড়িত চার শ্রমিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Share this post

PinIt
scroll to top