কুমিল্লা আদালতে হেফাজত নেতা মামুনুল হক

1720439781-80534c844abc56b425427c4e07bde3af.jpg

দেশের তথ্য ডেস্কঃ

কুমিল্লার আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক এবং সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

সোমবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্যের একটি মামলার চার্জগঠন করেন। ওই মামলার চার্জগঠনের শুনানিতে তারা উপস্থিত হন। মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ওই মামলার আসামি।

এদিন বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী।

জসিম উদ্দীন চৌধুরী জানান, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ পশ্চিমপাড়ায় এক ওয়াজ মাহফিলের অয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের নামে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা করে। এ মামলায় ছয়জনকে আসামি করা হয়; যাদের মধ্যে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীও রয়েছেন।

সোমবার এ মামলার চার্জগঠনের দিন থাকায় আসামিরা কুমিল্লার আদালতে উপস্থিত হয়েছেন।
আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তিনিসহ অন্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করার কথা জানান।

এদিকে, এসব বিষয়ে মামুনুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

 

Share this post

PinIt
scroll to top