কোটা বাতিলের দাবি দ্বিতীয় দিনের মতো খুবি শিক্ষার্থীদের জিরোপয়েন্টে সড়ক অবরোধ

ty8u-3.jpg

দেশের তথ্য ডেস্কঃ

কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো শুক্রবার( ৫ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় নগরীর জিরোপয়েন্ট মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা মিছিল ও স্লোগান দিতে থাকে। অবরোধের ফলে জিরোপয়েন্টের চতুর্দিকের সড়কে যানজটের সৃষ্টি হয়।

চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো:

১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।

২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

Share this post

PinIt
scroll to top