দেশের তথ্য ডেস্কঃ
তার দাবি, ‘সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি’- এ ধরনের কোনো কথা বলেননি তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরা উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে এ কথা জানান উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।
এ সময় তিনি বলেন, গত ২৭ জুন আমি অফিসে এসেছিলাম। আমার যে কাজকর্ম ছিল তা শেষ করে যথারীতি কারও সঙ্গে কোনো বাক্যবিনিময় ছাড়াই এখান থেকে সোজা গাড়িতে চড়ে অফিস ত্যাগ করি। কিন্তু সেদিন কে বা কাহারা একটা ভুল তথ্য মিডিয়া কর্মীদের দিয়েছেন যে, ‘আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি।’ এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি এ রকম কথা বলি নাই।
ছাগলকাণ্ডে দুই সপ্তাহ পর আলোচিত মতিউর রহমানের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী জনসম্মুখে আসেন গত ২৭ জুন। সেদিন তিনি রায়পুরা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুটি সভায় অংশগ্রহণ করেন। সভাস্থলে সাংবাদিকদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। সভায় প্রবেশের পর বক্তব্য দিয়ে তার কক্ষে চলে যান লায়লা কানিজ লাকী। এ সময় কয়েকজন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা তার কক্ষে অপেক্ষা করছিলেন। তাদের সঙ্গে ঈদপরবর্তী কুশল বিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের এড়িয়ে নিজ বাড়িতে চলে যান।
তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লায়লা কানিজ লাকীর একটি বক্তব্য বিভিন্ন পত্রপত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সে বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় উঠে দেশজুড়ে।