দেশের তথ্য ডেস্কঃ
সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরের ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন আজ (বৃহস্পতিবার) দুপুরে ভোমরা স্থল বন্দরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ই—পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে স্থল বন্দরে আমদানি ও রপ্তানি কাজ আরো গতিশীল হবে। স্থলবন্দরের সকল সেবা অনলাইনে সম্পন্ন হবে। হয়রানি কমে স্বচ্ছতা আসবে কাজে, বাড়বে সেবার মান। ফলে সেবা গ্রহীতাদের সময় ও খরচ দুটোই কমবে। তিনি আরও বলেন, বন্দরের সেবা পেপারলেস করার লক্ষ্যে বেনাপোল ও বুড়িমারি স্থলবন্দরের পরে তৃতীয় বন্দর হিসেবে ভোমরা স্থলবন্দরে অটোমেশন চালু করা হলো। প্রায় ১২শত কোটি টাকা ব্যয়ে ভোমরা স্থল বন্দরের অবকাঠামোর উন্নয়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভোমরা বন্দর আগামী দিনের প্রাণকেন্দ্রে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থল বন্দরে ডিজিটালসেবা কার্যক্রম চালু করা হবে। ভোমরা বন্দরটি কোন সংকটে না পড়ে সে জন্য সংশ্লিষ্ট সকলের নজর রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা—২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা—৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি। বাংলাদেশ স্থলবন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, আমদানি ও রপ্তানি অ্যাসোসিয়েশনের সভাপতি রাম কৃষ্ণ চক্রবর্তী, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আর মাকসুদ খান প্রমুখ বক্তৃতা করেন। অনলাইনে যুক্ত ছিলেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন এর পরিচালক ফিলিপ ইসলার ও সুইসকন্টাক্ট এর পরিচালক (গ্লোবাল প্রোগ্রামস) বেনজামিন ল্যাং। স্বাগত বক্তৃতা করেন গ্লোবাল সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।
বিকালে প্রতিমন্ত্রী সাতক্ষীরা বসন্তপুর নদীবন্দর পরিদর্শন করেন।