চট্টগ্রামে স্ত্রী পারভিন আক্তারকে হত্যার দায়ে জামাল উদ্দিনকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা বুধবার (৩ জুলাই) এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রশীদ কালের কণ্ঠকে বলেন, পারভিন আক্তারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় জামালকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজাট টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় জামাল আদালতে উপস্থিত ছিলেন।
পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ জানুয়ারি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন পেয়ে বাকলিয়া থানা পুলিশ বাস্তুহারা মসজিদ গলির একটি ভাড়া বাসা থেকে পারভিনের লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে পারভিনকে খুন করেন স্বামী জামাল উদ্দিন।
পারভিনের বোন বেবি আক্তার বাদী হয়ে জামালের বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
১৮ জানুয়ারি জামালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর ২০২২ সালের ২৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল বাকলিয়া থানা পুলিশ। ১৩ অক্টোবর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত।