বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ 

image_100977_1719975471.webp

দেশের তথ্য ডেস্কঃ

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাবেয়া খাতুন ময়না নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ছোট ছেলের অভিযোগ, তার বড় ভাই জমিসংক্রান্ত বিরোধের জেরে গলাকেটে হত্যা করেছে মাকে।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাবেয়া খাতুন ময়না সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত গেন্দু মল্লিকের স্ত্রী

জানা গেছে, সোমবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বৃদ্ধা রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এর আগে বিকেলে রাবেয়া খাতুনকে তার বড় ছেলে কোরবান মল্লিক ও তার স্ত্রী কণা বেগম একই দিন নিহত রাবেয়াকে হাসপালে ভর্তি করে।

নিহত রাবেয়া খাতুনের বড় ছেলে কোরবান মল্লিক বলেন, সোমবার দুপুরে মা বিছানায় শুয়ে ছিলেন। সন্ধ্যার আগে মাকে গলাকাটা অবস্থায় দেখতে পাই। চিৎকার করলে স্ত্রীসহ‌ আশপাশের লোকজন ছুটে আসে। এরপর মাকে হাসপাতালে নিয়ে আসলে ‌চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রাবেয়া খাতুনের ছোট ছেলে এসকেন মল্লিক অভিযোগ করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে তার মাকে হত্যা করা হয়েছে। বড় ভাই কোরবান ও তার স্ত্রী মাকে হত্যা করে কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে এনে ভর্তি করে। নিজেরা হত্যা করে অন্যদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছিল। মা বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে থাকত। আমি অন্য জায়গায় বসবাস করি, খবর পেয়ে বাড়িতে আসি।

ওসি মো. হাসানুজ্জামান বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মৃত অবস্থায় ওই বৃদ্ধাকে দেখতে পাই। আমরা দেখি তার গলাকাটা। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের ভাই জয়নাল আবেদিনের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয়দের নিয়ে হত্যা মামলা করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্ত শেষে সেটা উদঘাটন করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে ।

Share this post

PinIt
scroll to top