- Home
- খেলাধুলা
- কলম্বিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল কোচ
দেশের তথ্য ডেস্কঃ
কোপা আমেরিকায় এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি ব্রাজিলের। এবারের কোপায় ব্রাজিলের শুরুটা হয় খুব হতাশার। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করে তারা। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে প্যারাগুয়েকে হারিয়ে হতাশা কমালেও কোয়ার্টার ফাইনাল উঠার লড়াইয়ে তাদের বাঁধা অপ্রতিরুদ্ধ কলম্বিয়া।
তাই প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল বস দরিভাল জুনিয়রকে।কলম্বিয়া সর্বশেষ ১০ ম্যাচের সবগুলো জিতেছে। হার নেই সর্বশেষ ২৫ ম্যাচে। প্রথম দুই ম্যাচে অনায়াসে জয় তুলে পুরো ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ‘ডি’ গ্রুপের শীর্ষে তারা।
অন্যদিকে নিজেদের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট তালিকায় আছে ছয় নাম্বারে। দরিভালের অধীনে ৬ ম্যাচে তিন জয়ের বিররিতে আছে তিন ড্র। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ব্রাজিল।
তবে কলম্বিয়ার বিপক্ষে বুধবার ম্যাচটা জিতলে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাবে সেলেসাওরা। সেক্ষেত্রে এড়ানো যাবে উরুগুয়েকেও।কলম্বিয়াকে হারানো সহজ হবে না ব্রাজিলের, সেকথা স্বীকার করলেন কোচ দরিভালও। তাই গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রতিপক্ষকে সমীহ করলেন তিনি, ‘আমার মনে হয় সাম্প্রতিক সময়ে এটা কলম্বিয়া সেরা প্রজন্মের ফুটবল দল। খেলোয়াড়রা বড় ক্লাবে খেলে, অনেকে আমাদের দেশেও খেলে।
কলম্বিয়া খুব কৌতুহলউদ্দিপক দল। তারা ২৫ ম্যাচ ধরে অপরাজিত। এমন কিছু হুট করে আপনি অর্জন করতে পারবেন না। অনেক পরিশ্রম করা লাগে এজন্য।’তবে ব্রাজিলের সেরাটা দেয়ার সুযোগ আছে বলছেন কোচ, ‘কোন সন্দেহ নেই আমরা কঠিন প্রতিপক্ষের সাথে লড়াই করতে যাচ্ছি। যেসব কঠিন অবস্থায় পড়ব তার সমাধান বের করতে হবে। এই ম্যাচটাতে অনেক সুযোগ পাওয়া যাবে। আমরা আশা করছি সেসব কাজে লাগিয়ে নিজেদের সেরাটা বের করব।’
You may also like...