ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট পুনরায় উৎপাদনে এসেছে। সোমবার (১ জুলাই) ভোর ৫টায় ইউনিটটি চালু হয়।
এর আগে শুক্রবার (২৮ জুন) কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১০টায় ৫১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সুত্রে এ তথ্য জানা গেছে।
ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। কয়েকদিন থেকে কেন্দ্রটিতে আংশিক উৎপাদন হচ্ছিল।
পিডিবি সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। এটি ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে।
কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। আস্তে আস্তে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছিল।
কিন্তু গত শুক্রবার সকাল পৌনে ১০টায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।