দেশের তথ্য ডেস্কঃ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেনকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৩০ জুন) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২ জুলাই নিয়মিত চাকরি শেষে অবসর উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল তার।
চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আলী হোসেনকে তার অবসর উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৩ জুলাই বা যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
মো. আলী হোসেন ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। গত বছরের ১৪ সেপ্টেম্বর পদোন্নতি পেয়ে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হন। সচিব হওয়ার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ও এনটিএমসি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পারমাণবিক বিদ্যুৎ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।