দেশের তথ্য ডেস্কঃ
ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ কালের কণ্ঠকে বলেন, আমরা নতুন আদেশের অপেক্ষায় আছি। যতক্ষণ না পর্যন্ত নতুন আদেশ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত চলমান পদ্ধতিতে সব কিছু পরিচালিত হবে।
গণপরিবহন হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মেট্রো রেলে ভ্যাট যুক্ত হওয়া না হওয়া নিয়ে একাধিক অনুষ্ঠানে বিপক্ষে কথা বলেছেন খোদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এমনকি মেট্রোতে ভ্যাট যুক্ত না করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বিবেচনার জন্যে অনুরোধ করেছেন বলেও জানিয়েছেন।
নাম প্রকাশ না করা শর্তে ডিএমটিসিএলের উচ্চপদস্ত এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, আমরা গণপরিবহন হিসেবে ভ্যাটের আওতামুক্ত থাকতে চাচ্ছি। এনবিআর বলছে এসি (শীততাপ নিয়ন্ত্রিত) থাকায় ভ্যাট লাগবে। যেটা সাধারণ ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু প্রচলিত ট্রেনে শ্রেণী বিন্যাস আছে। যারা বেশি টাকায় এসি আসন বা ক্যাবিনে যাবেন তারা ভ্যাট দিল, ঠিক আছে। কিন্তু মেট্রো ট্রেনে তো শ্রেণী বিন্যাস নেই।
গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় মেট্রো রেলের ভ্যাট মওকুফ নিয়ে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। এতে করেই ধোঁয়াশা তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় আজকের মধ্যে ভ্যাট মওকুফের কোনো ঘোষণা না আসলে আগামীকাল সোমবার থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ার কথা।
মেট্রো রেল লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া কালে রকণ্ঠকে বলেন, অর্থ বিলে কী আছে এখনও আমরা তা জানি না। আমাদের কাছে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।