দেশের তথ্য ডেস্কঃ
বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। দুজনের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে অধিনায়কত্বের সাফল্যে কোহলির চেয়ে বেশ এগিয়ে রোহিত।
ট্রফির নিরিখে রোহিতের ধারের কাছেও নেই কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ২১৩ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। ১৩৫ ম্যাচে জয়ের বিপরীতে হেরেছেন ৬০টিতে। সাফল্যের হার ৬৩.৩৮ শতাংশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ১২২ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ৯২ জয়ের পাশাপাশি হেরেছেন ২৬ ম্যাচে। শতাংশের হিসেবে তার সাফল্যের হার ৭৫.২০।
কোহলির অধিনায়কত্বে একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে ভারত। ২০১৯-২০ মৌসুমে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তারা।
রোহিতের অধিনায়কত্বেও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে টিম ইন্ডিয়া। তবে দুবার এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। ২০২৩ সালে ঘরের মাঠে হওয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও খেলেছে ভারত।
অন্যদিকে কোহলির নেতৃত্বে এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি তারা। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিতে পারেননি দলকে।
এবার রোহিতের অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার কৃতিত্ব নেই কোহলির।
এ ছাড়া অধিনায়ক কিংবা ক্রিকেটার কোনোভাবেই আইপিএলের শিরোপা জেতা হয়নি কোহলির। অন্যদিকে রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
ট্রফি জয়ের রোহিতের এমন সাফল্যে আক্ষেপ কোহলির।