দুই অটোরিকশার সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু, অক্ষত তিন দিনের শিশু

1719744754-c9fd6fdf6a48d3cd44e325e95e7cf0b5.webp

দেশের তথ্য ডেস্কঃ

বগুড়ার নন্দীগ্রামে দুই অটোরিকশার মধ্যে সংঘর্ষে যুথি খাতুন নামের এক প্রসূতি মারা গেলেও সুস্থ রয়েছে তার তিন দিনের সন্তান। তবে দুর্ঘটনায় আহত যুথী খাতুনের ছোট ভাই জিহাদও মারা গেছেন।
আজ রবিবার (৩০ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিহাদ। নিহত যুথী খাতুন ও জিহাদ ভাগ শিমলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে-মেয়ে।জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে গত তিনদিন আগে যুথি খাতুন সন্তান প্রসব করেন। গত শনিবার বিকেলে যুথী খাতুন তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাযোগে নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দলগাছা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলে তিন দিনের সন্তান অক্ষত থাকে।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন বলেন, ‘ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
চালক পালিয়ে গেছে। যুথি খাতুন ও তার ভাই জিহাদ মারা গেছেন। তবে তিনদিনের কন্যা সন্তান সুস্থ ও ভালো রয়েছে

Share this post

PinIt
scroll to top