ঢাকা থেকে পাঠাও রাইডের মোটরসাইকেলের যাত্রী বেশে গ্রামে এনে জিম্মি করে মুক্তিপণ আদায় শেষে মোটরসাইকেল ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুরে ভয়াবহ এ চক্রের সন্ধান পায় পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গত ১৮ জুন মহসিন নামের এক যুবক ঢাকার লালবাগের কেল্লা এলাকা থেকে পাঠাও অ্যাপসের মাধ্যমে রাইডার মো. হাসান আহম্মেদকে (৩৮) নিয়ে কামরাঙ্গীরচর যান।
মহসিন ট্রিপের কথা বলে হাসানের মোবাইল নম্বর রেখে দেন। গত ২০ জুন মহসিন হাসানকে আবারও ফোন দেন। আড়াই হাজার টাকায় মহসিন হাসানকে নিয়ে শিবচরে আসেন। মহসিন শিবচরের উমেদপুরের আলীপুর নামক স্থানে পৌঁছে সহযোগী অপু মুন্সী, শাওন হোসেনসহ ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে রাইডার হাসানকে জিম্মি করেন।
তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাপক মারধর করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন তারা। বিকাশে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। পরে ১৬৫ সিসির নীল-কালো হরনেট মোটরসাইকেলটি রেখে হাসানকে ছেড়ে দেন তারা।পরেরদিন হাসান শিবচর থানায় অভিযোগ করেন।
এরপর গত ২৭ জুন একইভাবে মহসিন মো. আরিফ হোসেন (২৭) নামের আরেকজন পাঠাও রাইডারকে ঢাকার কদমতলী থেকে শিবচরের উমেদপুর নিয়ে আসেন। সেখানে চক্রটি আরিফকে জিম্মি করে মারধর করে মুক্তিপণ আদায় করে। এরপর তার কালো-লাল রঙের ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি রেখে ছেড়ে দেন। এ বিষয়েও শিবচর থানায় অভিযোগ দায়ের করেন হাসান। ভয়াবহ চক্রটির বিরুদ্ধে অভিযানে নামেন সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানীর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একাধিক টিম।
প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ ছিনতাই চক্রের সদস্য অপু মুন্সী (২৪) ও শাওন উকিল (২২)-কে ছিনতাইকৃত দুটি মটরসাইকেলসহ গ্রেপ্তার করে।ছিনতাইয়ের শিকার মো. হাসান আহম্মেদ বলেন, ‘তিনি প্রথম দিন পাঠাওয়ে রাইড শেয়ার করে আমার নম্বরটা নিয়ে নেন। পরে রাইডের কথা বলে শিবচর এনে মারধর করে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন। পরে মোটরসাইকেলটি রেখে দেন। পুলিশকে ধন্যবাদ জানাই তারা আমার মোটরসাইকেলটি উদ্ধার করেছে। কারণ এটিই আমার রুটি রুজি।’
অপর ভুক্তভোগী মো. আরিফ হোসেন বলেন, ‘এই গ্রুপটি খুবই ভয়ংকর। মহসিন এর মূল নেতা। মহসিনকে গ্রেপ্তার করতে পারলে বড় ধরনের ছিনতাই চক্র বের হয়ে আসবে।’
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম হোসেন বলেন, ‘সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানী স্যারের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ২টি মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করেছে।’