সদর থানা বিএনপি’র তিন ওয়ার্ডে সম্মেলন, ভোট ২১ ওয়ার্ডে

BNP-Flag.jpg

দেশের তথ্য ডেস্কঃ

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আজ আমাদের একটাই দাবি বেগম খালেদা জিয়াকে আর গৃহে আবদ্ধ থাকতে দিবো না। ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাকে মুক্ত করেই আমরা ঘরে ফিরবো। যতক্ষণ পর্যন্ত না তাঁর মুক্তি মিলবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। মিথ্যা মামলায় প্রহসনের রায় দিয়ে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করেছে সরকার। তাদের উদ্দেশ্য একটাই, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা। গতকাল শনিবার বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সদর থানার ২১, ২৩ ও ২৭নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সম্মেলনের উদ্বোধক করেন সদর থানা বিএনপি’র আহবায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচিব মোল­া ফরিদ আহমেদ।

 

২৭নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কাজী মাহবুব উল্লাহ শামীমের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, সৈয়দা রেহেনা ঈসা, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, আব্দুর রাজ্জাক, নাজমুল হুদা চৌধুরী সাগর, শফিকুল ইসলাম শফি, আক্তারুজ্জামান সজিব তালুকদার, তাজিম বিশ্বাস ও মুনতাসির আল মামুন প্রমূখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে শুধুমাত্র ২১নং ওয়ার্ডে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ৩১ জন কাউন্সিলর ভোট প্রয়োগ করেন। ভোট শেষে নির্বাচন কমিশনের প্রধান বেগম রেহেনা ঈসা ফলাফল ঘোষনা করেন।  ফলাফলে মোঃ আবু সাঈদ শেখ ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আর বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থী হওয়ায় ভোটে রফিকুল ইসলাম ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া ২৩নং ওয়ার্ডে অন্য কোন প্রার্থী না থাকায় সভাপতি পদে শেখ ইফতেখার হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। ২৭নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বা›িদ্বতায় সভাপতি পদে মাহবুব উল্লাহ শামীম, সাধারণ সম্পাদক পদে মোঃ মেশকাত আলী ও সাংগঠনিক সম্পাদক পদে জামির হোসেন দিপু নির্বাচিত হয়েছেন। সম্মেলন শুরুর আগের জাতীয় ও দলীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

Share this post

PinIt
scroll to top