বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ সাদিপুর গ্রামের আঃ রহিম আটক । যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হয়। সে সাদিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে ২৯ জুন, ২০২৪, ০৯.৩০ ঘটিকার সময়।
সাব-ইন্সপেক্টর আমীর হোসাইন এর নেতৃত্বে একটি টিম বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামস্থ কাগজপুকুর বাজার সংলগ্ন লোকাল বাসস্ট্যান্ডর সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ আব্দুর রহিম (২৩), পিতা-মোঃ ইদ্রিস, সাং-সাদিপুর গাবতলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা –যশোর এর নিকট হইতে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত। এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।