দেশের যা কিছু অর্জন সব আ.লীগের হাত ধরে : হানিফ

image_99936_1719662482.webp

দেশের তথ্য ডেস্কঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের যা কিছু অর্জন, যা কিছু এ দেশ পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে।

শনিবার (২৯ জুন) বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির ৭৫ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আওয়ামী লীগ ছাড়া এ দেশে কেউ কোনো কাজ করেনি। বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে বাংলাদেশ রূপান্তরিত হবে।

তিনি বলেন, দেশে আবার ষড়যন্ত্র চলছে। বিএনপি আজ কর্মসূচি দিয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে, মির্জা ফখরুলের এ মন্তব্য সম্পূর্ণ মিথ্যা। কেননা, খালেদা জিয়ার মুক্তির পথ আইনিভাবেই খোলা রয়েছে। আইনি লড়াইয়ে না গিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা এ অসুস্থতাকে নিয়ে রাজনীতি করতে চায়। দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা বিএনপি।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বিকেল ৩টায় গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় দুপুরের পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতারা খণ্ড খণ্ড মিছিলে আলোচনা সভায় যোগ দিয়েছেন। এ সময় নেতারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা, শেখ হাসিনা,’ ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার,’ ‘উন্নয়নের সরকার, বারবার দরকার’সহ নানা স্লোগান দিতে থাকে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

Share this post

PinIt
scroll to top