দেশের তথ্য ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য এলেও থেকে গেছে অনেক আক্ষেপ। পুরো টুর্নামেন্টজুড়ে ব্যর্থ ছিলেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। তাদের ছন্দহীনতার প্রভাব পড়েছে দলের সাফল্যেও। দুজনের অবসর নিয়েও চারদিকে হচ্ছে আলাপ-আলোচনা। যদিও বিসিবি বলছে, পারফরম্যান্স করলেই তবে দলে থাকতে পারবেন। সেটা সাকিব কিংবা মাহমুদউল্লাহ বলে কথা নয়। যে কাউকেই দলে থাকতে হলে পারফর্ম করতে হবে।
আজ শনিবার (২৯ জুন) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এ কথা বলেন। সাকিব-রিয়াদের অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব-মাহমুদউল্লাহ আমি কারোর নাম বলছি না। যারা পারফর্ম করে সামনে আসবে, তারাই খেলবে। এখন যারা এই দলের মধ্যে খেলছে, আমি মনে করি তারা নিজেদের পারফরম্যান্স দিয়ে এসেছে। তাদের আমরা ওইভাবে (পারফর্ম দিয়ে) মূল্যায়ন করতে চাই।’
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং বিভাগ ছিল ব্যর্থ। ৭ ম্যাচে খুব একটা ছন্দময় দেখা যায়নি কাউকেই। যদিও দলে সুযোগ পেতে সবাইকে পারফর্ম করেই আসতে হয়েছে জানিয়ে জালাল বলেন, ‘যারা এখানে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) গেছে, প্রত্যেকেই কিন্তু তাদের সামর্থ্য দেখিয়ে দলে সুযোগ পেয়েছিল। আশা করি সামনে যে দলগুলো হবে, সামর্থ্য দিয়েই তারা আসবে।