ফাইনালে হারলে রোহিত সমুদ্রে ঝাঁপ দেবে : গাঙ্গুলী

1719666770-15995c254776b96b9488f3e99b07fc5b.webp

দেশের তথ্য ডেস্কঃ

আট মাসেরও কম সময়ের ব্যবধানে আরেকটি ফাইনালে আজ মাঠে নামছে ভারত। ঘরের মাঠে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মার দলের। বার্বাডোজে আজ সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ তাঁদের সামনে।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কিছুটা মজা করেই বলেছেন, এবার শিরোপা জিততে না পারলে সম্ভবত বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবেন রোহিত।

অধিনায়ক হিসেবে অল্প সময়ের ব্যবধানে দুটি ফাইনালে হার মেনে নেওয়া যে রোহিতের জন্য কষ্টকর হবে, সেটাই বোঝাতে চেয়েছেন গাঙ্গুলী। তাঁর মতে, ‘আমার মনে হয় না সে (রোহিত) সাত মাসের মধ্যে দুটি বিশ্বকাপ হেরে যেতে পারে। তার অধিনায়কত্বে যদি দুটি বিশ্বকাপ হেরে যায় ভারত, সে সম্ভবত বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবে।’শিরোপা না জিততে পারলেও রোহিতের নেতৃত্বে বেশ ধারাবাহিক পারফর্ম করছে ভারত।

‘২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আর কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জেতেনি ভারত। বারবারই সেমিফাইনাল কিংবা ফাইনালে থেমে গেছে তাদের যাত্রা। এবার ভারত ভাগ্যের সহায়তা পাবে বলে আশা করেন গাঙ্গুলী, ‘তারা (ভারত) এবারের টুর্নামেন্টের সেরা দল। আশা করি, তারা জিতবে। তাদের দিকে ভাগ্য কিছুটা সহায় হবে বলেও আশা করছি।

Share this post

PinIt
scroll to top