খরা-প্লাবন কাটানোর মিশন ভারতের

1719659453-d70a8ea0002dc8c9d5de382a4fe0abe3.webp
দেশের তথ্য ডেস্কঃ

টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা টুর্নামেন্ট আইপিএলের প্রবর্তক ভারত। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের নিয়ে হয়ে আসা আইপিএল ভারতীয় তো বটেই, বিশ্ব ক্রিকেটের আবেদনই পাল্টে দিয়েছে। অথচ সেই ভারতই ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো শিরোপা জিততে পারেনি। বলে রাখা ভালো, ২০০৮ সাল থেকে শুরু হয় আইপিএল।

ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে প্রোটিয়ারা এবারই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। একদিকে ইতিহাস ডাকছে দক্ষিণ আফ্রিকাকে, আরেক দিকে বৈশ্বিক আসরে শিরোপাখরা কাটানোর সামনে ভারত।

ভালো ক্রিকেট খেলেই ফাইনালে উঠেছে ভারত। দক্ষিণ আফ্রিকার মতো টুর্নামেন্টে তারা এখনো অপরাজিত। ভারতের দুর্বলতা বলতে বিরাট কোহলির ছন্দহীনতা। অধিনায়ক-কোচ দুজনেরই আশা, সেরা খেলাটা ফাইনালেই খেলবেন কোহলি।

Share this post

PinIt
scroll to top