দেশের তথ্য ডেস্কঃ
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, ‘সরকারের সমালোচনার একটা জায়গা দুর্নীতি। সরকারের বড় বড় পর্যায়ের ব্যক্তিরা টাকা পাচার ও নানা দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলতে চাই, আপনি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিন। কল্যাণ পার্টি আপনাদের সঙ্গে আছে।’
শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কল্যাণ পার্টির বিশেষ কাউন্সিলে এই আহ্বান জানান তিনি।
কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, ‘শুধু দুর্নীতি নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থপাচার রোধ ও মাদকের বিরুদ্ধে সরকারের সব পদক্ষেপে কল্যাণ পার্টি সঙ্গে থাকবে।’
তিনি বলেন, ‘গঠমূলক পরিবর্তনে সময়, পরিশ্রম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগে। আওয়ামী লীগকে বলবো, আমাদের সঙ্গে থাকুন। আমরাও গঠনমূলক কাজে আপনাদের সঙ্গে আছি। সরকারের অনেক ছোট ছোট ভুল আছে। সবচেয়ে বেশি ভুল অর্থনীতি ও দুর্নীতি নিয়ে। অর্থনীতিতে যতটুকু উন্নতি হয়েছিল তা পূর্ণ হয়নি কোভিড ও বৈশ্বিক মন্দার জন্য।’
আ ক ম মোজাম্মেল হককে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি করার বিষয়ে সৈয়দ ইবরাহিম বলেন, ‘আমি নিজে যেহেতু রাজনীতিবিদের আগে একজন মুক্তিযোদ্ধা, সে জন্য পার্টির সর্বসম্মতিক্রমে আরেক মুক্তিযোদ্ধাকে প্রধান অতিথি করেছি।’
তিনি বলেন, ‘কল্যাণ পার্টি সারাদেশে এবার ১৪টি আসনে নির্বাচন করেছে। একটি আসনে আওয়ামী লীগ নির্বাচন করেনি। সেখানে আওয়ামী লীগ ছিল কল্যাণ পার্টির বন্ধু। সেটা কক্সবাজার-১ আসন। চকরিয়া-পেকুয়া আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন সফল করার জন্য অক্লান্ত কাজ করেছেন।’
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘যতদিন আমি এমপি হিসেবে আছি, ততদিন পেকুয়া-চকবাজারে কোনো কোন্দল থাকবে না। কোনো অন্তর্ন্দ্বন্দ্ব থাকবে না। সব নেতাকর্মী এক হয়ে কাজ করবে। ’
এ সময় দুই উপজেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের ফুল দিয়ে বরণ করেন সৈয়দ ইবরাহিম।
কল্যাণ পার্টির বিশেষ এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, যুগ্ম মহাসচিব ওবায়দুল হক সিরাজী, অতিরিক্ত মহাসচিব নুরুল কবীর ভূঁইয়া পিন্টু, ফরহাদ হোসেন, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, দয়াল কুমার বড়ুয়া, মাহমুদ খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম ও চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা শারমিন ফাতেমাসহ পার্টির বিভিন্ন জেলার নেতাকর্মীরা।