চট্টগ্রামে বিল থেকে পরিত্যক্ত ২ রাইফেল উদ্ধার

image_99840_1719629241.webp

দেশের তথ্য ডেস্কঃ

চট্টগ্রামের পতেঙ্গায় একটি বিল থেকে দুটি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে চসিকের ৩১নং ওয়ার্ড ফুলছড়িপাড়ার একটি বিল থেকে রাইফেল দুটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর মাঠের পাশে রাইফেল দুটি কাপড় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ছিল। স্থানীয়দের নজরে আসলে ৯৯৯ এ ফোন দেয়।

স্থানীয় বাসিন্দা সাকিব কালবেলাকে বলেন, বশির মেম্বারের বাড়ির পাশে তার একটি বিল থেকে অস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ। বিলটি বিমানবন্দরের পাশে অবস্থিত।

ওসি কবিরুল ইসলাম কালবেলাকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মোছাম্মত ফাতেমা বেগম নামে এক নারী ৯৯৯ এ ফোন দিয়ে অস্ত্রের খবর জানায়। পরে থানার একটি টিম ঘটনাস্থল থেকে অস্ত্র দুটি উদ্ধার করে। দুটিই কাটা রাইফেল। ভেতরে দুই রাউন্ড গুলি ছিল।

আরও তথ্য সংগ্রহে ফিঙ্গারপ্রিন্ট নিতে অস্ত্র দুটি ফরেনসিকে পাঠানো হবে বলেও জানান ওসি কবিরুল ইসলাম

Share this post

PinIt
scroll to top