দেশের তথ্য ডেস্কঃ
রাখাইন রাজ্যের মংডুর দখল ও নিয়ন্ত্রণ নিয়ে জান্তা সমর্থিত বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে এখনো তুমুল সংঘর্ষ চলছে। দুই বাহিনীর সংঘাতের ঘটনায় রকেট লঞ্চার ও বোমা বিস্ফোরণে মংডুর কাছের এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার ভোররাত থেকে থেকে চলা সংঘর্ষে আবারও বেশ কয়েকজন রোহিঙ্গা হতাহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে গতকাল ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত রাখাইনের সংঘর্ষের ঘটনায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে মর্টার শেল ও বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।
এ সময় মিয়ানমারের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা যায়। রাখাইনের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতিতে সেখানকার লোকজনের এপারে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদের সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ড সতর্ক নজরদারিতে রয়েছে।মংডু শহরের সিকদারপাড়ার বাসিন্দা আবুল কালাম জানান, ভোর থেকে মংডুর কাছের কয়েকটি গ্রামে রকেট লঞ্চার ও বোমা হামলা করা হয়েছে। আরাকান আর্মিকে লক্ষ্য করে এসব বোমা ও রকেট লঞ্চার ছুড়েছে জান্তা সমর্থিত বাহিনী।
এতে নিরীহ কিছু সাধারণ মানুষ হতাহত হচ্ছে, যাদের বেশির ভাগ নারী ও শিশু।মংডু থেকে খবর পাওয়া গেছে, গত কয়েক দিনে দুই বাহিনীর সংঘাতে সেখানকার কয়েক হাজার সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তাদের অনেকে বাংলাদেশে প্রবেশের জন্য নাফ নদ সীমান্তে অপেক্ষা করছে। সাধারণ রোহিঙ্গাদের একটি অংশ বাংলাদেশে ঢুকতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে।