ফাইনালেও কি থাকবে বৃষ্টির বাগড়া?

image_99677_1719582832.webp

দেশের তথ্য ডেস্কঃ

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আর এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের মঞ্চে ভারত।

শনিবার (২৯ জুন) বার্বাডোজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনাল। এবারের বিশ্বকাপে বেশ কয়েকবার বাগড়া দিয়েছে বৃষ্টি।

এমন কী ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে ছিল বৃষ্টির বাঁধা। এখন প্রশ্ন হচ্ছে ফাইনালেও কি বাগড়া দেবে বৃষ্টি?

ফাইনালের দিন বার্বাডোজে শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ফাইনালের দিন শনিবার ম্যাচ চলাকালে আকাশ মেঘলা থাকবে।

ম্যাচের দিন বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৪৭ শতাংশ। ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সে সময় পূর্ব দিক থেকে প্রতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে বাতাস বইবে। বৃষ্টি হতে পারে ৩ মিলিমিটার।

বাতাসে আদ্রতা থাকবে ৭৮ শতাংশ। আর তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে কিছুটা কমবে তাপমাত্রা। কমে আসবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও। পূর্বাভাস বলছে ৪১ শতাংশে নেমে আসবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

তবে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ৬৬ শতাংশ। বাড়বে আর্দ্রতাও। যদিও খুব বেশি হলে ম্যাচ চলবে দুপুর পর্যন্ত। তাই সন্ধ্যার বৃষ্টি কোনো প্রভাব ফেলবে না বিশ্বকাপের ফাইনালে।

প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে ভারত।

ফাইনালের ভেন্যু বার্বাডোজে পৌঁছে গেছে দুইদল। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুদলই অপরাজিতভাবে এসেছে ফাইনালে।

ফলে যে দলই জিতবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

Share this post

PinIt
scroll to top